Monthly Archives: ডিসেম্বর 2011

Alfa Autorun Killer | দিয়ে ভাইরাস ধংব্স করুন।

আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে একটি খুবই কাযকরী এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসটি একজন্য মিশরীয় প্রোগ্রামার তৈরী করেছেন।সফটওয়্যারটির সাইজ কম হলেও এর কাযক্ষমতা অনেক বেশী। আমাদের কম্পিউটার প্রতি নিয়তই নানা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূলের কারনে,মেমোরী কাড, পেনড্রাইফ,এন্টিভাইস বন্ধ করে রাখা এবং এন্টিভাইরাস ব্যবহার নাকরার কারণে আমাদের কম্পিউটার ভাইরস দ্বারা আক্রান্ত হয়। ফলে আমাদের অনেক গুরুত্বপূণ ডকুমেন্ট হারাতে হয়। তাই আক্রান্ত কম্পিউটার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কাযকরী এন্টিভাইরাস হচ্ছে Alfa Autorun Killer এটি অটোরান ভাইরাস সহ সকল ভাইরাসকে তাৎক্ষনিক পরিস্কার করে কম্পিউটারকে ব্যবহারের উপযোগী করে তুলে। আমি এটি প্রায় ২ বৎসর যাবৎ ব্যবহার করছি। এটি দিয়ে ভাইরাস পরিস্কার করা সহ কম্পিউটার এর আরো অনেক গুরুত্বপূণ কাজ করা যায়।

ছবিগুলো দেখুন







পুরোপোষ্ট এখানে

টিভি দেখুন

মুভি এবং সফটয়্যার ডাউনলোড করুন

ফ্রি সফ্টওয়্যার ডাউনলোডার কার কোনটা লাগবে? এখনই নিন।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের জন্য একটা মজার এপ্লিকেশন নিয়ে এসেছি।এটার মাধ্যমে আপনি সব ফ্রি সফ্টওয়্যার ডাউনলোড করতে পারবেন।কাম্পিউটারে থাকা সফ্টওয়্যার আপডেট করতে পারবেন। ক্যাটাগরি হিসাবে আপনি আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যার ডাউনলোড করতে পারবেন। আনইনস্টল করতে পারেবেন। ডাউনলোড করুন এখান থেকে

আরো বেশি সফ্টওয়্যার চাইলে নিচের ছবিটির ডান পাশে কোণায় Recommended বক্স এর টিক তুলে দিন। এবার দেখুন মজা।

আপনি ক্যাটাগরি অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।

Read the rest of this entry

কম্পিউটার ব্যাবহার কারীরা একবার দেখুন !!

সালাম সবাইকে।আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি সফ্টওয়্যার। এটির নাম হচ্ছে F-lux. সফ্টওয়্যারটির কাজ হচ্ছে সময়ভেদে আপনার কম্পিউটারের আলো নিয়ন্ত্রণ করা। আমরা সবাই জানি, আমরা যখন কম্পিউটারের পদার দিকে তাকায় তখন পদার আলোক রশ্মি গুলো আমাদের চোখে এসে পড়ে।এই আলোক রশ্মি গুলো আমাদের চোখের জন্য ক্ষতিকর। আর যারা আমার মতো চোদ্দ পনের ঘন্টা কম্পিউটার নিয়ে বসে থাকেন। তাদের জন্য তো আরো বেশি। এর ফলে দীঘ মিয়াদি শারীরিক ও মানসিক সমস্যার সম্মেখীন হতে পারেন। আপনি আপনার কম্পিউটারের পদার আলো নিয়ন্ত্রন করে আপনার চেখের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন।

এখান থেকে ডাউনলোড করুন

তেমন কোন সেটিং করার প্রয়োজন নেই। শুধু ঘরির টাইমটা টিক রাখবেন।

Read the rest of this entry

English Guru Video Tutorial (Go CD)

সবাইকে সালাম। আশাকরি আপনারা অনেক ভাল আছেন। অনেক দিন হলো Get CD Set CD নিয়ে টি উন করেছি ।তাই আমি আবার ও আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিখ্যাত ইংলিশ শিখার প্যাকেজ “ইংলিশ গুরু” GO CD । এটি বাংলা টু ইংলিশ। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।


ইংরেজি শিখার মান অনুযায়ী বিষয়বস্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে-
১। Get
২। Set এবং
৩। Go

আজ আমি শুধু GO CD নিয়ে লিখবো।

Read the rest of this entry

English Guru Video Tutorial ( Set CD)

সবাইকে সালাম। আশাকরি আপনারা অনেক ভাল আছেন। অনেক দিন হলো Get CD নিয়ে টি উন করেছিলাম ।তাই আমি আবার ও আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিখ্যাত ইংলিশ শিখার প্যাকেজ “ইংলিশ গুরু” Set CD । এটি বাংলা টু ইংলিশ। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

ইংরেজি শিখার মান অনুযায়ী বিষয়বস্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে-
১। Get
২। Set এবং
৩। Go

আজ আমি শুধু Set CD নিয়ে লিখবো।

Read the rest of this entry